শান্তি নামের অশান্তিতে
     মুখোশ পড়া লক্ষ প্রাণ,
স্বল্পে বাড়ায় ধুকধুকানি
     “আসছে ভেসে বুন্যোঘ্রাণ”।
তুষ্ট মনের ঝলকানিতে
     আলোয় ওড়া শান্ত প্রাণ,
কষ্টে নামায় ঘুমপাড়ানি
     সলতে পোড়া স্বপ্ন ম্লান!
দুঃখ গানের ভোগান্তিতে
     ভুলছে শেষে লুপ্ত ঘ্রাণ!
অগ্নি ঝরায় কুল-হারানি
     খুঁজছে একা অধিষ্ঠান!
নষ্ট নেশার উসকানিতে
      চুপসে থাকা ঘৃণ্য-মান,
“লক্ষ প্রাণের ফুলঝুরিতে
      আসবে ঠিক-ই শান্তির তান”।


(০৮ মার্চ, ২০০১#১৪)