সেদিন কতটা দূরে! কতটা পথের শেষে!
        নিস্তব্ধ দুপুর; ক্লান্তিহীন সন্ধ্যা।
ঝলমলে সুখের রোদ; ‘নিঃশঙ্ক চিত্ত’ শান্ত মন ;
           মুখে, উঠবে ফুটে হাসি,
চলবো শান্ত মনে, আর- কষ্টরা পড়বেই ফাঁসি!
   আর নয় বেশি দিন! স্বপ্ন যে উঠেছে ভাসি!


   মনেতে ব্যথা ভীষণ! কষ্টরা উঠেছে নেচে।
         ঘিরে আছে পথ; নিষ্ঠুর, নীরব!
সুদিনের সন্ধানে মন; দৃঢ় ‘সংকল্পচিত্ত’ আশা।
           দেখ, ফুটাবো মুখে হাসি-
মিটাবো নয়ন পিয়াস; দুঃখ’রা পড়বেই ফাঁসি!
   আসছে সুখের রাত; ডাকছে দুয়ারে আসি।


   চল না পথে যুবক; দু’হাতে মাড়িয়ে ব্যথা।
          শুনবোনা কথা; অলসের আর।
সুখ- পিপাসু মনে গাঁথি; ‘স্বপ্ন দুয়ার’ স্তুতি গাঁথা।
          আসো, হাসাই স্নিগ্ধ হাসি,
নিভাবো মনের বাসনা; ব্যর্থতা পড়বেই ফাঁসি!
  ডাকছে স্বপ্নের রাত; নাচছে দুয়ারে আসি।


(১১ জুলাই, ২০০২# ৬১)