কু-শাসন আর দু-প্রতিবাদে
সু-শাসন আর সত্য সুবাদে।
          দুনিয়া জুড়েই স্বর্গ আবাদে-
                      পিয়াস মিটানো তানে,
কে মাতাবে ধরা আপনার গানে?
         এ ধরার বুকে চির-শতদল
                মাতোয়ারা যুবা ‘মুগ্ধতা প্রাণে’!


দূর থেকে দূরে অন্ধতা রোধে
বিজয়ের বাঁশি- সত্যতা বোধে।
         আপনার বক্ষে সু-আশা বিধে-
                      চলবো বাহুর তোপে,
থাকব না আর পাগলের রূপে!
        যা থাকে কপালে আসুক না তেড়ে
                 ‘আসুক সে ব্যথা দৃষ্টতা মেপে’!


এ কপাল যুবা, বিষাদে ভারী
ঘোর বিষাদেই, ছায়া যে তারি!
         বুকে পেতে আছে বিরহ আড়ি-
                      অজানা ব্যথার টানে,
শত ব্যথা আজ থাকে থাক মনে!
         উঠবই জেগে পূর্ণশক্তি দলে-
                  আমরা যুবক, হৃদ্ধতা প্রাণে।



(৩০ এপ্রিল, ২০০২#৪১)