.    আলোর নাচন; দিনের শুরু।
     দুখের মাতম; হৃদয় ভীরু!
           মন আকাশে মেঘ জমেছে আজ,
    ডুবলে অরূণ দিনের শেষে
    চাঁদের আলোয় আকাশ ভাসে।
           হৃদ মাঝারে নিদ এনেছে সাঁঝ।


     ভাঙ্গে কপাল- জীবন টুটে
     নীরব ব্যথায়- সময় লুটে।
          মন মজানো দিন কাটানো- দীন,
    সাঁঝের সময় কিরণ খুঁজে
    কপাল ফাটায় আপন ভুজে।
          চোখ ভিজানো মুখ লুকানো- দিন।


     রাতের আকাশ চাঁদের একা
     দিনের আলোক বিলায় সখা-
          নিজ আলোতে মুখ উচিয়ে রয়,
     দুখের পরশ আসবে ভূমে
     একলা কি তাই থাকবো ঘুমে?
         “পথ হারালে সেই জীবনে ভয়”!


(০৯ মার্চ, ২০০১#১৫)