যে রূপেতে যামিনী ধসিলো বসনে
যেরুপে তে কামিনী ফুটিলো গোপনে,
সে রূপ অঙ্গে তব, বর্ষিলো নয়নে
সেরুপে বলি তুমি, “সুন্দরী ভুবনে”।


ফুটেছো ফুল হয়ে হৃদয় কাননে
ডুবেছি প্রেমে মজে বিফল নয়নে,
পেয়েছি ছোঁয়া যবে স্বপন গাহনে
ভেবেছি পুড়ে যাবে বিমূর্ত চয়নে।


দিয়েছো দুঃখ যত অবুঝ পরানে
মেনেছি আমি শত নীরব বারণে,
রয়েছি পথে একা সুখের সোপানে
কেঁদেছি তব স্মরে চোঁখের কারণে।


রেখেছি মন মোর প্রেমের চরণে
প্রেমের সুখ-সখা অসুখী জাহানে,
কাঁদেনি কেউ কভু হৃদয় মরণে
মরেছে প্রেম একা প্রেমিকা বিহনে।


যে ভাবেতে অবনি হেসেছে যাতনে
যেভাবে এ হৃদয় কেঁদেছে মননে,
সে ভাবে নিঃস্ব মন নিভৃতে গোপনে!
“সেভাবে এসে ফের কাঁদালে স্বপনে”।


(১০ এপ্রিল, ২০১৫# ৮৯৩)