স্মৃতির আকাশ বড়ই একা
চায় পেতে খুব সুখের দেখা।
     মলিন মনের দুখেই শেখা-
                    দুখেই হারায় খুলি,
মনে পড়েনা সেই সে দিনগুলি?
     যখন কোমল হাতে ছিড়ে ছিলে
            একটি গাছের একটি কলি!


অবুঝ হিয়ায় ব্যথার ভারে
স্বপ্ত আসমান কেঁদেই মরে!
      হারিয়ে সময় অলস ভরে-
                    আলসে জীবন তরী,
মনে পড়েনা সেই স্মৃতির-কড়ি?
      যখন কোমল হাতে জুড়ে দিলে
             আশার ভাষায় সাধের ঘুড়ি!


স্মৃতির সে ক্ষণ থাকনা কাছে
ব্যথার আকাশ যাকনা মুছে।
       সাধের জীবন পরেই আছে-
                   খুঁজতে সুখের কলি,
ফিরে আসেনা সেই সাধের বুলি!
       যখন নিখাদ প্রেমে মা জননী
              বুলাত মাথায় স্নেহের তুলি!


(৭ জুলাই, ২০০১#৩২)