এ পাড়েতে  ছোট্ট পাখি
     প্রেমে বাঁধে ঘর,
ঐ পাড়ের পাখি বলে
    হয়ো না’ক পর।
দুই পাড়ে  গণ্ডগোলে
   থেক না গো ভুলে,
তবে বুঝি  স্বপ্ন-আশা
   ডুবে যাবে জলে।


সুখ পাখি  চলে গেছে
  দুঃখগুলো দেখে!
হাসি মাখা  কষ্ট তাই
  সয়ে গেছে বুকে।
ছোট্ট পাখি দুঃখে ভেসে
   করে হাসাহাসি,
স্বপ্ন আশা  মত্ত হয়ে
   করে সর্বনাশী।
কষ্ট এসে   অন্তঃপুরে
   গড়ে সুক্ষ্ম নীড়,
একা হাসে  অট্ট হাসি
   মঞ্চে করে ভীড়।


‘সুখ সুখ   করে ভুমে
   কেঁদ না’ক আর!
দুঃখ ছাড়া   এ ভুবনে
   সুখ ছোঁয়া ভার’।


(১৫ মে, ২০০২#৫১)