.                     কোন এক বরষায়
                  প্রেমের ভালবাসা ভরসায়
        গুরু গুরু মেঘের গর্জনে, ঝিরি ঝিরি বৃষ্টিতে
                 প্রেমের অপরূপ সৃষ্টিতে
  তোমার হাত ধরে, গর্জনরত বঙ্গোপসাগরের তীর ঘেঁসে-
                         ভেসে যাব
                    প্রেমের মহোৎসবে..
প্রিয়া, ফুটে উঠুক তোমার হাসি; মুক্ত গানে, প্রেমের কলরবে
                         ঐ সীমান্তে
             যেখানে স্বপ্নের সারথিরা ঘুম ভাঙ্গে
                       কোমল স্পর্শে..
          যেখানে রত্নের প্রেম-ধারা ভেসে ওঠে!
          যেখানে বিহগ-কুজনে মন ভরে ওঠে!
                        ভীষণ হর্ষে..
                সেখানে তোমায় নিয়ে যাব
                 ভাসাবো প্রেমের স্পর্শে।
                                              তুমি যাবে কি?
তোমার অধরে মিষ্টি ছোঁয়া দিয়ে দেখাবো প্রেমের উল্কি ....



(০৩ জুন, ২০১৫#৯১২)