আমার প্রাণ      আমার গান
        করবো দান
অন্যের উপকারের বিনিময়ে,
আমার আশা, আশার ভাষা
        হবেই খাসা
অনুভবে যদি কেউ সত্য দিয়ে।
মুক্তির লক্ষ্যে   সত্য এ বক্ষে
        নিগূঢ় চক্ষে
প্রতিবাদে অমানিশা, অন্ধকার!
শক্ত এ হাত     সহে আঘাত!
         রাত বিরাত-
প্রতিশোধে তুলে সু-উচ্চ হুংকার।
আপন ভুজে     আনবো খুঁজে
        ভীষণ তেজে
এ ধরার পানে  স্বর্গের শান্তনা,
ভেঙ্গে দেয়াল, দৈত্য-চোয়াল
        ঘৃণ্য খেয়াল
ছড়াবো সতত সুখের বন্ধনা।


কোন সে জন,  সে কি সু-জন?
        নাকি কু-জন!
নাকি আত্মকেন্দ্রিক, অনন্ত চরে
পাবেনা সুর,      দূর- অদূর
           অম্ল-মধুর
অসহনীয় ব্যথা খাবেই তারে।


তারুন্য শক্তি     অনন্ত মুক্তি
         করলে ভক্তি-
সতত ছড়াবো  অরুণ-কিরণ,
অমৃত স্বাধ       নয় বিষাদ-
         ভুলে বিবাদ
উৎসর্গ করবো তরুণ জীবন।



(০৯ মে, ২০০২#৪৮)