আকাশটা আজ ভরা বেদনায়!
বিরহের সুরে, ভাঙ্গা আলেয়ায়!
বিষাদের ঝাপটায়-
মনে ভেসে ওঠে কোন সে তরুনী, দিঘল চুলের, হায়!
সুখ হলো ছায়া, মাড়েনা সে কায়া মায়াময় মহুয়ায়।
তুমি,
কোন জানালায় উঁকি দিবে বল, কোন সীমানায়!
তোমার আশায় পথ চেয়ে আছি বাতায়ন রুধি নাই।


ওহে প্রিয়তমা,
মুছে দাও এসে, সুখে- ভালবেসে, সুখ পিপাসু এ আঁখি
সুখে ভেসে যেন হৃদয়ের পাশে তোমার হৃদয় রাখি!
সোনা-মন-পাখি,
এ হৃদয় খানি একা বসে বসে করে শুধু ডাকাডাকি!
তুমি আছো কোথা,
কোন বরষায় এসে মোর কাছে ঘুঁচাবে মনের ব্যথা!
মায়া মমতায় ছুঁয়ে দিবে মন, স্বপনে বলবে কথা!
আমি তোমাকেই চাই,
জানিনা কোথায়, কোন অজানায়, তোমার হৃদয় পাই!
তুমি এসে আজ, ভরে দাও মন ভাবার সময় নাই!
পুলকিত মন তোমারি কারণ শিহরিত হয়ে রই,
দেখা দাও মোরে না দেখিলে, ওরে-  হারিয়ে ফেলবো খেই।


জানি আমি জানি-
ভাবনা আমার অযথাই ভাবে, আসবে সে কোন কালে!
কি জানি কি হয়, লাগে মনে ভয়- আছে কি না মোর ভালে!


(২৩ এপ্রিল, ২০০২#৩৯)