এসেছি একাকী এতটা পথ,
পাইনি কখনো জয়ের রথ।
দিশাহারা ছিলো আপন মত-
                এতটা পথের শেষে,
সময়- অসময়ে আসেনা কভু
সময়ে সময় চলে যায়, তবু-
     বাঁধেনি জীবন মিথ্যের রেশে!


স্বপ্নহীনা সুখ অন্ধ বিশ্বাসে,
অনিশ্চিত প্রাণ প্রতি নিঃশ্বাসে।
যাযাবর মন নিঃস্ব আশ্বাসে-
             তাকায় পিছনে ফিরে!
যা ছিলো সঞ্চয়ে শূণ্য সবই তা
শূণ্যে সাজানো জীবনের ছবিটা-
       অযাচিত প্রশ্ন স্মৃতিটা ঘিরে!


প্রাণহীন দেহ মাটির স্তম্ভ,
ক্ষণিকেই স্থির- ক্ষণিকে ’ভম্ব।
নিমিষেই শূণ্য নিথর দম্ভ-
              কি সুখে অস্থির চিত্ত?
নির্দয়া তুমি শূণ্যের এ ভুবনে
এতটা পাষণ্ড  বল কি কারণে-
      মরে গেলে রবে নিথর বিত্ত!


(৩ আগস্ট, ২০০২#৭৪)