এই মনে এসেছিলে
তুমি সেহেলী,
এসেছিলে নীরব হয়ে
মনের বাঁধন খুলি ।।

স্বপ্ন দিয়ে চলে গেলে
অনেক দুরে তুমি
পথে পথে খুঁজে মরি
এথনো যে আমি ।।

ভয় লাগে আমার মনে
যাও যদি আমায় ভুলি
তাই তো আমি আপন মনে
তোমায় নিয়ে চলি ।।

মিষ্টি কথা দিয়ে তুমি
বাঁধন দিলে খুলি
এই মনে এসেছিলে
তুমি সেহেলী ।।


     তারিখ -১৯/১০/২০০৪
     স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০