আমার ডানে-বামে-সামনে-পেছনে
তুমি ছাড়া আর কেউ নাই
তবুও হররোজ আমার একটা না একটা
কবিতা প্রসব করা চাই!


আমার কবিতাগুলো আমি জানি
কোনোটার হাত ভাংগা, কোনোটার পা ভাংগা
আর কোনোটা বুঁজদিল
তবুও ওরা অযথাই উড়তে চায়
আহত ডানার চিল!


কে জানে না..
ত্যাগস্বীকার আর ত্যাগসুখ এক না
তবুও বালুকা থেকেই জন্মায় আয়না,
যে আমাকে সবসময় জড়িয়ে রাখে
তাঁর কাছেই নিয়ত জানাই কিছু বায়না!


আমি জানি, আমার অন্তর পাপী
কোন মুখে তোমার কাছে চাই গো মাফি
শুদ্ধ করো.. পরিশুদ্ধ করো আমার পাপী মন
তোমাকে পেলেই পাওয়া হবে আমার
সাতটি রাজার ধন..।।