খুব স্বাভাবিকভাবেই পানি সবসময় নিচের
দিকে গড়ায়, খুব স্বাভাবিকভাবেই সবাই পানি দেয়
গাছের গোড়ায়; তবুও এইসব নীতিকথা সবসময়ের
জন্য ঠিক নয়, যে পানি নিচের দিকে গড়ায়; কে
জানে না.. সেই পানিও একটা সময় বাস্প হয়!!


কিছু কিছু মানুষ সবসময়ই যশ প্রিয়, তারা কখনও
মাটির দিকে ভালোবাসার চোখে তাকায় না
মাটির দিকে তাকাতে তাদের বোধ করি ঘৃণা হয়
আচ্ছা বলুন, তারা কি এই মাটির গড়া নয়?


আকাশ ছোঁয়ার জন্য যারা ঘোড়ার মতোন ছুটে যায়
বলুন তো দেখি তারা কি সবসময়ই আকাশ ছুঁতে পায়?
হয়ত পায় না তখন মাঝে-মধ্যে হাত-পাও ভেঙে যায়
আর খ্যাতি নিজেই যখন কারো পেছনে ছুটে চলে
তখন তার ঢোল নিজেকে আর পেটাতে হয় না
তার ঢোল নিজে নিজেই সবার সাথে কথা বলে...!!