কতোদিন হয় বেভুলা আলপথে হাঁটি না....
সে অনেক দিনের বুভুক্ষু হৃদয়....
যে পথ গিয়েছে নাড়ী পোঁতা নক্ষত্র রথে
সে পথ গানের কথা কয়, কবিতার কথা কয়!


দৈনিক হিসাবে কতো আলোকবর্ষ পার হয়
কতো কিশোর-কিশোরী হাঁটে উঠোনময়
রেখে যায় দাগ... কালের খেয়ায় অনুরাগ
হায়! কার আগে কে অন্যকে দিবে অভিশাপ
তবুও জ্যান্ত বুঁদবুঁদ মিটিয়ে দেয় নগণ্য সুদ
দুই পায়ের চাকায় পিষ্ট হয় অগণিত পাপ!


তবু মৃত মৃত্তিকা বৃষ্টির প্রত্যক্ষ প্রত্যাশা আঁকে
একদিন হাঁটি হাঁটি পা শিশুটিও বৃদ্ধ হয়
কেবল বৃদ্ধ হয় না পথ, সে নতুন অতিথি ডাকে!