আজকাল আমার তিলাদ্র ফুরসৎ নেই...
আমার এখন একজন নিখিল আছে..!!


জলমহাল, বিটপ-বিটপী, তাঁরছেঁড়া বাতাসের ঢেউ
আমার সংগে থাকলে থাকুক..
অথবা না থাকলে না থাকুক.. ওরা কেউ!


গাছের পাতাদের মতোন আড়মোড়া ভাঙতে না
ভাঙতে যেজন আমাকে ডাকে কাছে...
আমার এখন সেই এ ক জ ন নিখিল আছে!


রোদে যেমন ছাতা ধরে
তেমনি নীরবতায় ঠোঁট নাড়ে
পলক ফেলার আগেই পায়ে পায়ে মন কাড়ে..!!


আজকাল সেই নিখিলই আমার সাধের পঞ্চভূত
বাকিরা সবাই অদ্ভুত
ওতেই আমি খুঁজে পেয়েছি লাবণ্য
ওতেই আমি খুঁজে পেয়েছি অমিত!!