আজ থেকে আমার সকল আমিত্ব চুলোয় যাক
উত্থাপিত সকল অভিযোগ কবিতায় মুক্তি পাক
যদিও অহমের চুলোচুলি অনাদি কালের অভ্যাস
আসুন, ঝেড়ে-কেশে বিসর্জন দিই সব অভিলাষ!


অনেকদিন চোখের দুই কোনা জলে ভিজে না
তাহলে কি এখন আমি আর সেই মানুষ নেই
নাকি আমিত্ব আমাকে পুরোদস্তুর খেয়েছে সেই!


তবে কি আমিই এখন আমার একমাত্র শ্বাপদ
তবে কি আমিই এখন আমার একমাত্র বিপদ
যে জলে পাথর জন্মায়.. আমিই কি সেই জল
যে জলে জলও জ্বলে... আমিই কি সেই অনল?