তোমরা কি জানো...?
আর কবিতা লিখব না বলেই একদিন পণ করেছিলাম
ভেবেছিলাম আজ থেকে আমিও হবো মুক্ত বলাকা....
তবুও ধানী জমির আল ঘেঁষে, দইয়ার খাল ঘেঁষে
চেনা-অচেনা স্বপ্নেরা ময়ুরীর মতোন
পেখম মেলে নাচতে লাগলো!


এমনি করেই একদিন হঠাৎ একটা স্বপ্ন স্বাধীন হলো... আরাধ্য
কেউ সাধ নিলো... আর কেউ নিলো সাধ্য
এভাবেই একদিন আরশি পাড়ার জন্ম হলো
এভাবেই একদিন কুঁড়ি থেকে ফুল হলো
আজ আরশি.... পাড়া থেকে আরশি নগর!
আরশির কাননে ফুটে আছে জুঁই, চামেলি, বেলী, টগর!


যে ছিল একদা এক উদ্ভ্রান্ত পথিক
এখন গান গায়...  সেই আতিক----
"যদিও ফুল ফুটে আর ফুল ঝরেও যায়
তবুও আরশির জয়যাত্রা থেমে নাই
মায়ের কোলে পাখির বোলে আরশির জয়গান
গল্প, কবিতা, ছড়ায় মেতে উঠে মনপ্রাণ
এখন আমিও নিয়মিত কবিতা লিখি
সবার কাছে লেখালেখির নিয়ম শিখি!"


নিশ্চয়ই...একদিন আমাদের প্রিয় আরশি আরও বড়ো হবে
যেভাবে আমাদের স্বপ্নগুলো তরতর করে বড়ো হয়
সীমানার পর... সীমানা ছাড়িয়ে হবে ধন্য
একদা যে আমি অন্যমানুষ ছিলাম... অন্য
আজ আমার সবটুকুন কেবল প্রিয় আরশি তোমার জন্য...
আরশি তোমার জন্য....!!