কবিতায় অনেকদিন কিছু বলি না...
চোরাজলের মতোন কেবল বিমূর্ত শব্দের ছবি আঁকি
পেঁচার মতোন ঘোলাটে চোখে অদৃষ্ট কে ডাকি!


অনেকদিন পর যে ফিরে এসেছে আতুর ঘর
প্রমাণিত সত্য আশ্বস্ত করতে যে টিকা দিয়েছে অন্তর
আজ ফিরেছে সেই বখতিয়ারের ঘোড়া
ঢাল নেই,তলোয়ার নেই -- সামনের পা দুটি খোঁড়া!


তবুও আশা করছি না খসড়া খোঁড়াখুঁড়ি থামবে,
থামবে কলি কালের কোলাহল; ভুলভাল জীবনের
প্রতিনিধিত্ব করবেই চোরাজল!!


তা করুক যতখুশি আমার কোনো অনাপত্তিপত্র নেই
কবিতায় ফিরতে পেরেছি এই আমার ঢের...
আমি জানি, আজ না হোক কাল কেউ না কেউ
দিবেই দিবে সেরের উপর সোয়া সের!!