জেগে জেগে কিছু অদ্ভুতুড়ে স্বপ্নের কথা ভাবি
সমান্তরাল রেলপথ আচানক মিলে যাওয়ার স্বপ্ন
প্রজাপতির পাখায় চড়ে উড়ে বেড়ানোর স্বপ্ন
প্রজাপীড়নের জায়গাটায় প্রজাপালনের স্বপ্ন!


জানি আমার এসব স্বপ্নেরা নিতান্ত দুরাচারী
সবলের কাছে হীনবল যেমন চিরদিন অত্যাচারী
ঠিকানাহীন পথিকের মতো যার নাই কোনো ফল
জানি
এমনি আমার স্বপ্নগুলোও যাবেই যাবেই রসাতল.!
তবুও নিকুচি করি রুচি আর অরুচির বোধ
জানি ওরাই একদিন নেবে চরম প্রতিশোধ!


দায়হীন কাজের জন্য কে দায়গ্রস্ত হতে চায়?
যে কেবল স্বপ্ন দেখেই কাটায়,
                   তার মতো অবোধ আর কেহ নাই!
তবুও গতবুদ্ধি আমি হররোজ বেপরোয়া স্বপ্ন
নিয়ত ঘুমিয়ে ঘুমিয়ে জেগে থাকার বুলি মুখস্ত বলি
বেতালের সাথে তাল মিলিয়ে চাতালে পথ চলি! !