বিষণ্ণতা যেন হিমেল হাওয়ার এক কুয়াশাচ্ছন্ন দিন
যেখানে রঙের খেলাধুলা হয় মলিন
হাজারো স্মৃতিরা এখানে উদোম নৃত্য করে ধীরে
আবার কখনও হৃদয়ের গভীরে তারা কাঁদে নীরবে।

যাপিত জীবনের স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে
ফিরে আসে, আশার সবশেষ আলোও নিভে যায় ধীরে।
সময় থমকে যায় এখানে, অপেক্ষার প্রহর গুনে নির্জনে
বিষণ্ণতা এক গভীর সমুদ্রের মতোন যেখানে ডুবে যায়
পৃথিবীর আদিগন্ত সকল সুখের স্রোত
এখানে শুধুই নীরবতা আর শূন্যতা, মাঝে-মধ্যে মনের
গহীন বনে হারিয়ে যাওয়া একাকীত্বের গান গাওয়া!