এখানে এখনো পোতা আছে ভালোবাসার পোঁতাশ্রয়
ব্যাঙ ডাকলেই বৃষ্টি হয়
মেঘেরাও আগুনমুখো নদীর মতোন কথা কয়!


অনেকদিন পর দেখেছি রোদের হা মুখ
তবে কি আম্বিয়ার বাপের ফিরবে সুখ?


যদিও দিন এখন হাজার রাতের সমান
তবুও আম্বিয়ার বুক ভরা ভালোবাসার ছামান!


বাপের মতো আম্বিয়ারও আছে চাঁদের মতো রুপ
যে ঘরে আম্বিয়া ঘুমায়, ওটা ঘর নয়
যেনো হাজার বছরের ঘানি টানা কবুতরের খোপ!


তবুও আম্বিয়া দেশের কথা ভাবে পৈশাচিক বোধ
এখনো ভালো হওয়ার টাইম আছে
নইলে ক, খ, অ ওরাই একদিন নেবে প্রতিশোধ,!