কে জানে না...
আমরা এক পা, দুই পা করে কোথায় চলেছি!


একসন্ধ্যা অথবা এক সকাল সর্দি-জ্বর-কাশি হলেই
দাম্ভিক পা দুটো অকস্মাৎ থেমে যায়; অথচ
একটু আগেও  যে পায়ের পদভারে পৃথিবীর মাটি
কাঁপতো, বাতাস কেটে কেটে শৌর্য ও বীর্যের বিকাশ
ঘটতো
এখন মনে হচ্ছে সেই পা দুটি আর নাই!


অতঃপর এইস, লোরাটিন, বড়জোর  কয়েকদিন এন্টিবায়োটিক চলবে
এরপর আবার পায়ের আওয়াজে আকাশ কাঁপবে
পাতাল কাঁপবে
কেবল কোনোদিন বোধোদয় হবে না!!