যে হীরায় সরল-গরল সব কিসিমের কাচ কাটে
কে জানে না, সেই হীরায় কাঠ কাটে না!
আমি আমার কিছু  মনোবেদনার কথা ভাবি
ওরা নিষিক্ত হওয়ার আগেই যে উড়াল সড়ক
আমাকে পরিহাসের পর পরিহাস করে
আমি সেই সড়কের পাস্তুরিত যৌবনের কথা ভাবি!


তবুও...
বর্ণমালার কারিগরেরা হাত ঘুটিয়ে বসে থাকে না  
একটু পরপর খিড়কি পথে ফিরে ফিরে আসে
তাদের হাতে হাতে আঁকা আছে সোনার চাবি
এখনও যে লাল ফিতায় বন্দি তাদের হাজার দাবি!


আমিও নিভৃতে তেলাপোকা, মাকড়সা, টিকটিকি
ওদের  মতোন রাজকীয় ভংগিমাতে হাঁটি
কে জানে না, যতোই শক্ত  সামর্থ্য  হঊক না কেন
একদিন না একদিন ভাঙবেই দূর্বৃত্তের ঘাটি....!!
----------------------