আজ আমার ভালো  থাকার কোনো দায়-দেনা নেই
তবুও আমি আজ খুব খুব ভালো আছি
হাত না বাড়ালেই ছুঁয়ে দিতে পারি আঙুল আকাশ
ওতেই আমার নতুন জন্ম হয়,
                     হয় অন্ধজনে আলোর প্রকাশ!!


যার কথা বলছি, সেও একজন নারীর মতো নদী
অথবা আধা শুষ্ক নদীর মতোন দ্বিচারিণী কোনো নারী,
যে মধ্যরাত্রির চুল টেনে টেনে আমাকে নিয়ে যেতো
                        ভালোবাসার কবিতার বাড়ি!


মাঝেমাঝে হৃদয়ের আকাশ রক্তিম হতো না, এমন নয়;
সে হাসতো কবোষ্ণ জলের মতো ঘোমটা পড়া হাসি
তবুও আমি, কোনোদিন নদীটারে....বলতে পারিনি
                       ভালোবাসি, ভালোবাসি...!!


তার সাথে আমার আজন্ম কতো কতো মিল
তার গলার আছে যেমন একটি সুন্দরি তিল
আমার গলার নিচেও তেমনি চিল ওড়ে চিল!


শুনেছি, একদিন তার আজানুচুম্বিত উদ্দাম কেশ ছিলো
আমারো কেউটের ফণার মতো কোঁকড়ানো চুল ছিলো
আমাদের দেশের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা গণতন্ত্রের মতো
                              সেসব এখন ইতিহাস,
তবুও তার সাথে রোজ রোজ আমার হংস মিথুন হয়
       যদিও সে রাজহংসী, আর আমি বুনোহাঁস!!


তার কাছে আমার আপাদমস্তক ভালোবাসা এখন
          তিন কুড়ি পাহাড়-পর্বতে ঢিল ছুঁড়ার মতোন
তবুও আমি তার জন্য ভালোবাসা শিঁকেয় তুলে রাখি
শাহবাগের প্রজন্ম চত্ত্বরের মতো গণতন্ত্রকে কাছে ডাকি!