সেই ছেলেটা ধাপ্পাবাজ
কথায় কথায় দেখায় কাজ!

স্যুট, টাই বাগাড়ম্বর
মুখে বলে অনাড়ম্বর!

বারেবারে চোগলখুরি
চান্স পেলেই গাজাখুরি!

রাস্তা-ঘাটে ঠাংকি মারে
থুড়ি মেরে নজর কাড়ে!

সেই ছেলেটা ধাপ্পাবাজ
কাজে ফাঁকির কারুকাজ!

সবাই তাকে মন্দ বলে
সে এখন একলা চলে!!