ক'দিন ধরেই ভাবছি...
কেনো আর কবিতা, কেনো শব্দের ট্যারাচোখ?
যেখানে দাঁড়কাক চেটেপুটে খাচ্ছে মোহনভোগ!


তবুও তথাকথিত কিছু ইতর-ভদ্র আঁকছে
একের পর এক সম্পাদ্য, ওদের কাছে ভব্য, অভব্য
বলে কিছু নেই; নগদান বহিই আসল প্রতিপাদ্য!


তবুও ওরা শক্তি আর সাহসে পরাক্রমশালী
তা সত্ত্বেও ওরা আসলে নিতান্তই নিয়ত কাঁঁচবালি,
আজকে যে বিশাল মহীরুহ, বিত্তশালী তালগাছ
আগামীকাল...
সেও হতে পারে কারো শালা আর  কারো শালি!!