জানি নীরবেই ঢেঁকুর তুলতে হয়
আমিও নীরবেই ঢেঁকুর তুলতে চেয়েছিলাম
সখি, এখন দেখি.... তথাস্ত
আমার ঢেঁকুরের শব্দ সবারই মুখস্ত!


তবু্ও ভ্রুক্ষেপহীন হোক গণশুনানির দিন
ইশতেহারে লেখা হোক আদ্যক্ষর "ভ"
পিতা আজও নীরবেই কেঁদে কেঁদে কেঁদে
বলেন, "ম".. " ম"!  


ঢেঁকুর দিয়ে কবিতাটা শুরু করেছিলাম
কে জানে কী দিয়ে হবে শেষ
লোকে বলে, শেষ ভালো যার সব ভালো
তার অবশেষ....!!