এখানে অনেকদিন ছুঁইয়ে ছুঁইয়ে পড়ে জল
পাতাবাহারের পাতা একটুও নড়ে না জবরদখল
আমিও তেমনি এক কাদামাটির ঢিল, যেখানে
গতি আর প্রগতির নামে ছোঁ মারে গাঙচিল
কতোদিন দেখি না প্রিয়তমা নলিনের বিল!


মাঝেমাঝে কেউ সজোরে ঢিল ছুঁড়ে ঢিল
ঘুমের ঘোর কেটে যেতেই বুঝতে পারি.. ওরা
আসলে মিহি আঙুলের সযত্নে বোনা কিল!


তবুও থেমে নেই আমিষের পর আমিষ....
ক্যালরির নাম ভাঙিয়ে তবে কি ওরাই বিষ?
কে জানে না.. এখন জীবনের এমনি হাল
যতোই পাস্তুরিত হোক ধূমায়িত করোনাকাল
আসলে আমরা সবাই লাল কোর্তার পকেটে
লুকানো পুরাঘটিত ডিজিটাল... ডিজিটাল!!