তবুও অন্ধকারে কিছুটা বর্ণচ্ছটা দেখি
এভাবেই চলে যায় আধাআধি বেলা
কোনো কিছুতেই থেমে থাকে না খেলা
পাশ ফিরে শুইলেই সবকিছু ইতিহাস হয়
ছন্দ, মাত্রা, তাল, লয়ের চেয়ে জীবিকা
কম বড়ো কথা নয়!


ভাবখানা এমন যে,
এক হাতে লেগে থাকা পাপ, অন্যহাত
দেখে না, কোনোদিন দেখবেও না
গতির যুদ্ধে আমিও কম বড় ধড়িবাজ না!


থোরাই কেয়ার করি
অভিগত অভিশাপ
এমন কি তার মৃত মা ও বাপ!!