একটা নীরব প্রার্থনা বারবার  উপরে উঠে যায়
দশ আঙুল , চোখের পলক একবার তিরতির করে শূন্যে উড়াল দেয়; একটু পরেই আবার নেমেও আসে
এই না-খাস্তা, নাদান জল!


এসব জল কোনটা চোখের আর কোনটা বুকের
বুঝে উঠার আগেই দেখি....
ওদেরও হয়েছে ওলাওঠা; অথচ এইতো সেদিনও কোনোএক অন্ধ পরদেশী বলে দিয়েছিলো খোঁটা!


নদী খনন হোক আর না হোক
জলাশয়, জলাধার, খাল-বিল মুক্ত হোক, না হোক
আমি কেবল চাই
পোকামাকড়ের বাস্তুভিটা থেকে জলাবদ্ধতা দূর হোক,
দূর হোক....!!