কিছু মিথ্যা আজন্ম চিরন্তন সত্য বলে জেনে এসেছি
এই যেমন সূর্য পূর্বদিকে উদিত হয়
এবং পশ্চিম দিকে অস্তাচলে যায় এইসব উদোর পিণ্ডি
ভোদর ঘাড়
সত্যের ঘাড়ে চড়ে এমনি কতো মিথ্যা হয় সাগর পার!


আসলেই কি তাই?
যতটা জানি সূর্য যেমন কোনোদিন উদিত হয়না
তেমনি কোনোদিন দিনান্তে অস্তও যায়না!


এমনি আরও হাজারো সত্য আছে যা মিথ্যার বড় ভাই
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"!
শুধু এখানেই শেষ নয়....
আরও আছে ভালোবাসার বিনিময়ে ভালো বাসা...
ভালো বাসার বিনিময়ে সবুজ ঘাসের মতোন হাসা!


অবশ্য মুদ্রার যেমন এপিঠ আছে, তেমনি ওপিঠও
তেমনি কিছু কিছু  মিথ্যাও আছে সত্যের চেয়ে
কম লাবণ্যময় নয়,
এরা  মণি-কাঞ্চনের মতোন গলায় গলায় কথা কয়
এই যেমন কালাপাহাড়ের কোলে চাঁদ ঘুমায়
নিভৃতচারী শব্দের কোলে মাথা রেখে কবিও ঘুমায়!


তবুও আমি অনলাইন আর অফলাইনের কথা ভাবি
অচল গাড়ির মতোন পড়ে থাকা  যেমন জীবন নয়
তেমনি উড়ন চণ্ডীর  মতোন সচল থাকাও নয়..!!