নিশুতি রাইতের কথা মনে হয়
তখন আন্ধারগুলো পূর্ণিমা চাঁদের মতোন ছিলো
কিছুটা লৌকিক আর কিছুটা ন লৌকিক!


প্রেমহীন জীবনে একদিন কবিতা ছিল
অত:পর  বালুঝড়ের মত প্রেম এলো
এখন আমার কবিতাও নাই
আর সেই প্রাগৈতিহাসিক প্রেমও নাই!