আজ দুপুরের বর্ণহীন ঘুম কিছুক্ষণ আগে
আমাকে কানে কানে বলে গেছে
বর্গাচাষীদের মতো বসন্তও এখন দলিত আছে!


আমার জানতে কিছুমাত্র বাকি নেই
বসন্তদের মতো আরও অনেকেই এখন দলিত...
যেমনঃ শব্দ পোড়া গন্ধ
বাতাসে জীবন্ত লাশের দুর্গন্ধ
এমন কি আমার প্রকাশিতব্য উপন্যাসের
পাণ্ডুলিপি " যে বসন্তে ফুল ফুটেনি" সেও...!!


আজ আমার কিছু প্রশ্ন থেকেও নেই.... লক্ষ
কারণ অন্য সবার মতো আমিও জানি, বেশি প্রশ্ন
থাকতে নেই
এতে আহত শব্দদের ক্রন্দসী হওয়ার ভয় আছে
নিহত বাক্যদের মর্গের বাতাস ভারী করার দুঃসহ
যোগ আছে!


তবুও আমি বলতে চাই....
যে একবার মরেছে, তার আর মরণের ভয় নাই!!