সময়ের সুতো বারবার ছিঁড়ে যায়, ছিঁড়ে খায়
নীলচে হয়
লালচে হয়
কালচে হয়
তবুও দুর্বাসা সময় সময়ের খবর রাখে না!


রাত পোহাতেই চৈতের ক্ষতগুলোর আচানক
পুনর্জন্ম হয়
বৈশাখীর আসতে তখনও হাতখানেক বাকি...
পাষণ্ড বলি, যাযাবর বলি, তাপস বলি
এমন কোনো বিশেষণই তার জন্য যথেষ্ট নয়
কারো এমন কোনো ক্ষমতা নেই যে ভিজিয়ে
দেয় সময়ের আঁখি!!


তবুও তার....
দুরন্তপনার মহাজাগতিক কোনো ঘাটতি নেই
বিত্ত, বৈভব, যশ-খ্যাতির কোনো ভাটার টান নেই
কেবল জোয়ার জলের মতো অস্পৃশ্য, অদৃশ্য,
অদম্য, অরুদ্ধ নাতিদীর্ঘ গতিবেগ আছে!


করজোড়ে তার হাতে ধরি অথবা পায়েই পড়ি
তার কিছু যায় আসে না
সে নির্ঘাত নির্মম ঘাতক প্রবর, অলক্ষের সীমান্তে
দাঁড়ানো চির-অভাজন...
তবুও যে সময়ের অপেক্ষ না করে সময়কে সম্মুখে
ধাওয়া করে
সে-ই তো প্রকৃত মহাজ্ঞানী, সে-ই তো মহাজন..!!