তোমাদের অনেকের মতো আমারও খুব ইচ্ছে হয়
দু'একটি ছিন্নমূল শব্দের জোড়াতালি দিই...
আশা আর আশংকায় বিসর্জন দিই আমার আমি!
তাবত পৃথিবী যখন একটি মাত্র নিঝুম দ্বীপ...
তখন মশা, মাছি, সাপ, ব্যাঙ ওরাও সবাই আমার
চেয়ে ঢের ঢের দামি!


তবুও আমি নিয়ত..... নিয়তির কৃপা চাই
চোখের জলে একটি নতুন সমুদ্রের নগদ জন্ম চাই
কাল থেকে কালান্তর;
যে সমুদ্রের লোনা পানিতে  পৃথিবীর সমস্ত পাপ
খালাস করা যায়; সেইসব পাপ...
যে পাপে ভারী আজ আমার চোখ, মুখ,কান, অন্তর!


অতঃপর যা বোঝার আমি সবকিছু বুঝে গেছি....
একটি নিঝুম দ্বীপের রুপকথা অথবা চুপকথা
বালুচরের বালুকণারও কিছু না কিছু  সক্ষমতা আছে,
কেবল আমার কোনো ক্ষমতা নেই; সক্ষমতা নেই।।