অনেকদিন পর দাঁত আর আঁতাতের কথা ভাবছি
দুটোর একটাও কেউ কারো চেয়ে কম কেউকেটা নয়
এই যেমন হামেশাই দাঁতে দুর্গন্ধ হয়
তেমনি আঁতাতও দাঁতের চেয়ে কম কিছু নয়!


তবুও আমরা..  চামড়ার উপর ঘষামাজা করি
বাহ্যিক প্রোজেকশন ঠিক রাখার জন্য  ন্যায্য-অন্যায্য
চেষ্টা তদবির করি
এসবের যতোটা শরীরে করি, এরচেয়ে বেশি পোশাকে-
আশাকে করি
কেবল...
দাঁতের দুর্গন্ধের দিকে তাকানোর ফুরসৎ পাইনা!


এবার মহা-গণ্যমান্য আঁতাতের কিছু জঘন্য কথা বলি
আমি জানি আমার এসব কথা দাঁতের দুর্গন্ধের চেয়েও
সুতীব্র, সুতীক্ষ্ম, ভয়াবহ দুর্গন্ধযুক্ত হবে
এমনকি কারো বমিটিং ভাব হলেও হতে পারে!
তবুও আমার কাছে উগ্রপন্থী ভাবনাদের উগড়ে দেওয়া
ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই!!


দুইপক্ষের ঝগড়া- বিবাদ মেটানোর সওয়াব আসমান
সমান, পারতপক্ষে কাম্যও সেটাই!
এরপর আসে ন্যায্যতা-অন্যায্যতার ব্যাপার- স্যাপার
অবশ্য বর্তমানে এরচেয়ে হাকিকতহীন কথা আর নেই!


সাধারণত মানুষ শক্তিশালীদের সংগে আঁতাত করে....
দুর্বলের সাথে করেনা, প্রয়োজনও নেই
কিন্তু উভয়পক্ষ যখন সমান শক্তিশালী, তখন বুদ্ধিমান
নীরবতা পালন করে, বোকারা পক্ষ পকেটে পুরে...!!