আজ কোনো কবিতা নেই, কিছু কিছু  আঁশ
আর কিছু কিছু একহারা গড়নের বাঁশ....
তবুও উদ্ভ্রান্ত আর দিগন্ত খুব খুব কাছাকাছি!


আমিও আছি নিয়ত বায়ুর মতো নিয়ত বাঁধা
কেউ কেউ বলে হাদা
আর কেউ কেউ গাধা
তবুও যেভাবে চলে যায় মহাসমুদ্রের দিন
যেভাবে কবির ঘাড়ে বেড়েই চলেছে শব্দঋণ
সেখানেই আমিও এক ধাঁধা!


তবুও বিস্ময়কর কিছু ভালোবাসা কেবল পথের
মাঝখানে হিমালয়ের মতো অনড় দাঁড়িয়ে থাকে,
ওসব ভালোবাসা মাড়িয়ে যাওয়া
আর
স্বজ্ঞা ও প্রজ্ঞাকে সজ্ঞানে অবজ্ঞা করা
এসব কিছুর মাঝে কোনো ইতর-বিশেষ নেই!


তবুও ভালোবাসার ঋণ বলে কথা....
এ  ঋণ কোনোদিন আগুনে পুড়ে না
এ ঋণ কোনোদিন বাড়ন্ত জলেও ডুবেনা....
কেবল বাড়িয়ে দিয়ে যায় এ জীবনের দেনা
আর আমিও
ঠিক যেনো সেই মহাসমুদ্রের ভাসমান ফেনা!!