শুয়ে শুয়ে যখন হাঁটি রাত্রি শেষ খেলাটি খেলে
সমস্ত নক্ষত্ররাও তখন আমার সাথে সাথে হাঁটে
অন্ধকারে অন্ধকারে পাস্তুরিত হয় নিরীহ আলো
আমি আজকাল তেমন একটা ভালো নেই
সেই তুমি এখন কেমন আছো আলো...ভালো?


আচ্ছা বলতো প্রেমহীন জীবন আর কতো…?
রাত্রির মতো ডোরাকাটা কেউ এখনো আশেপাশে ঘুরে
অথচ তুমি এখন কত না দূরে
তবে কি অন্ধকার রাত্রির মতো তুমিও কোন সুদূরে


অন্ধবিশ্বাসগুলো এখনও আমায় তাড়া করে ফেরে
তবে কি তুমি আবার ফিরবে সেই কিংসুকের নীড়ে?