কিছুদিন পূর্বেও দিন-রাতের একটা গণনা ছিলো
ছিলো প্রেমহীন কাঁচা মরিচের ঝাল
আর এখন কেবলই আছে করোনার কাল!


এবারই প্রথম কারো বাসায় ইফতার দিইনি
অন্য কেউ দিয়েছে সেটাও নয়
আমি-তুমি-সে সবারই কেবল সংক্রমণের ভয়!


সবাই প্রশ্ন করে, এভাবে আর কতোকাল?
আমি জানি, নাক- মুখ-চোখ সবারই
একই হাল!
আমি অধম... অধমেরও অধম....
তবুও বলতে চাই একটি কমদামী কথা
আত্মোপলব্ধির দরজা-জানলা এখনও আছে
খোলা...
এখনো সময় আছে ফিরে এসো হে পথভোলা!