মাঝেমধ্যে ভাবতে চাই..মিষ্টি অথবা তেতো
খাঁচার ভেতর বন্দি কবিতা লিখে কি লাভ?
জাল অথবা জল হলেও কিছুটা রক্ষে হতো!


না হয় তুমি ভুলে গেছ ডাংগুলি খেলার দিন
না হয় তুমি ভুলে গেছ.. চুলের ফিতার ঋণ!
জানো সখিনা, সেসব মনে হলে আজও
হৃদয়তন্ত্রীতে তার ছাড়াই বেজে উঠে বীণ!


তবুও ইদানিং একা একা বেশ ভালো থাকি
সেদিন স্বপ্নে অঞ্জনা মনে করিয়ে দিলো..
সেও একদিন আমার হাতে পরিয়েছিল রাখি!


সখিনা, সেসব আজ কেবলই ঘরকুনো ব্যাঙ
আজকাল আমাকে স্মৃতিরাও মারে ল্যাঙ!