সব বাঁশি বাজে প্রতিনিয়ত
নাকের বাঁশি, আড়বাঁশি, প্রমোদবালার চড়া হাসি
সময়ও খুন হয় অবিরত;কেবল অপেক্ষার বাঁশি বাজে না
নোঙর করা জাহাজের পালে হাওয়া লাগে, লাগে না!


তবুও গণক আর গণিকা পাশাপাশি হাঁটে
ক্রমশ পাতনের নৈঋত বেভুলা কালের পা চাটে
আমি হিম আর হিমালয় কোচরে বেঁধে রাখি
শোক, তাপ, মনস্তাপ ওদের সাদা কাফনে ঢাকি!


তথাপি বাংলাওয়াশ হয় ধ্বজাধারী কলির কাল
সমস্ত অসুন্দর আর অসত্য গিলে খায় সত্যের গাল
তবুও থামে না নামিক হিসাবের রেওয়ামিল
খরচের খাতাটা রোজকার মতো আজও গোঁজামিল!