আমার হালের বলদ সারাদিন হাঁটে
হাঁটতে হাঁটতে তার শরীরে ঘাম ছুটে
তবুও গেরস্তের মন ভরে তো ভরে না
বলদও এখন সবকিছুই বুঝে... তবুও
ভাব ধরে কিছুই বুঝে তো বুঝে না!


পুরাকালে সন্ধি বিচ্ছেদ পড়েছিলাম
সম+সার..... কে জানতো...?
এই ডিজিটালে এসব কেবলই অসার!


তবুও নিত্য নিয়তির উপর সব ভার দেয়
তবু রাত শেষে সেই জোঁয়াল কাঁধে নেয়!