ইদানিং কঞ্চির নিচে বাঁশ চাপা পড়ার  গন্ধ শোনা যায়
আমরা বেবাক... বাক, অবাক, হতবাক
দেখো.. মাথার উপর কেমনে নাচছে কালের দাঁড়কাক!
কে জানে না.. কাটা বাঁশের গোড়া কেমন মুখচোরা,
একটার পর একটা গজাতেই থাকে মাছির মাথা; যার
পরনে ছেঁড়া লুংগিও নেই... তারও দেখি মাথার উপর
রংধনু মার্কা ছাতা!!


অথচ একদিন সবাই কেমন যেনো সাউধ ছিলো
ছিলো গেরস্তের বাড়িতে বিশ্বস্ত গোয়াল..
আর আজকাল সবার কাঁধে কাঁধে সোনার জোয়াঁল!
তবুও চলছে..  চলুক নোঙর করা জাহাজ, বাঁশ আর কঞ্চি যে যেভাবে পারে বাজাতে থাকুক বাঁশি....
এই করোনা কালে আমরাও সবাই বাঁচতে শিখে গেছি
শিখে মুখ লুকিয়ে কীভাবে কাশতে হয় কাশি
যদিও মাঝেমাঝে হাঁটুপানিতে পাস্তুরিত হয় কিছু নামী
বেনামি উদ্বাস্তু হাসি....!!
------------------------------