মাঝে মাঝে রাত্রি শুরু হওয়ার আগেই বুড়িয়ে যায়
যেমন কোনো কোনো দোকানীর চা মুখে দেওয়ার
আগেই ফুরিয়ে যায়....
তবুও আজকাল রাস্তাঘাটে দিনে-দুপুরে ডাহুক ডাকে
একটা কিনলে দশটা ফ্রি এইসব তুমুল হাঁকে!


কবি কাজী আলম ভূূঁঞা আজ জব্বর লিখেছেন....
"নষ্ট তালা ও নষ্ট নারী সব চাবিতেই খুলে" কী দারুণ সত্য
চাঁদের কাছে সবাই সৌন্দর্য চায়, কেউ খোঁজে না পথ্য!