আজ সবকিছু ঝিম মেরে আছে...
উড়ন্ত পাখির ঝাঁক, হালদা নদীর বাঁক, ঘরের চালের উপর কা কা করা দাঁড়কাক!


তবুও আমি চেয়েছিলাম ভুত অথবা অদ্ভুত.. সকল
ঝিম ধরা ভাব ভেঙেচুরে যাক, গ্রন্থিত হোক কালের কেয়া; দুঃখগুলো ভাগাভাগি হোক..হোক দেয়া-নেয়া!


প্রকৃত ভগ্নাংশ  হোক, অপ্রাকৃত হোক অথবা মিশ্রই
হোক..আমি চাই কবিতার মতো সবকিছু লাবণ্যময় হোক! দিনশেষে হেসে উঠুক নিস্ফলা নিবিড় জীবন
ডোরাকাটা পাহাড়ের চুড়ায় বসে দ্বিকবিদিক জ্বলুক জ্বলতে থাকুক..সুখের উল্লম্ফন!


তবুও হ-য-ব-র-ল খতিয়ান পৃষ্ঠার কথা ভাবতে হয়
ভাবতে ভাত আর কাত; যার হাতে আমার চাবি, সে ছাড়া আর কারো কাছে নেই কিঞ্চিৎ দাবি..!!