নতুন বছরের শেষাশেষি আজ হাটিমকুমরুলে....
বটতলা থেকে দুইপায়ে উড়ে এলো কবিতা দুপুর
বলা যায় এক পশলা অনির্ধারিত কালের জোছনা
পঙক্তি ও পদ্যে জমেছিলও বেশ
ঠিক যেন মোগল দরবারের রাজনন্দিনী!


একঝাঁক নবকবির এই যে প্রাণের দোতারা
এই যে দোয়েল চত্বরে ঝুলানো কিশোর উচ্ছ্বাস  
দিয়ে গেছে লাবণ্যময় ইষ্টিকুটুম বার্তা
দিয়ে গেছে শিশিরভেজা রুপোলী নরম ঘাস
দিয়ে গেছে শাদা শরতের কিছু মৌসুমি কবিতা
দিয়ে গেছে কুমড়ো ফুলের হৃদয়ে শালিক প্রেম  
দিয়ে গেছে নিষিক্ত নিঃসঙ্গ লতানো শিশির ডানার  
সুগন্ধি কুসুম কুসুম স্বাধীন ভালোবাসা!


সবকিছু ছাপিয়ে কবিতা-ই যেন স্বাদে গন্ধে অনন্য
এই পৃথিবীতে যত ভালোবাসা, সব কবিতার জন্য!!
----------------------------