অনেকদিন কলম বিরতি ছিলো.. আরো কিছুদিন
এভাবেই যাক; তবুও কলমের দুঃসাহসী জিব মুক্তি পাক.. মুক্তি পাক!
অনেকেই কলমের গলায় লটকিয়ে দিয়েছে কাপুরুষের
ঝুল, কলম যদি কলমের মতো কাজ করে যায়
একদিন না একদিন ফুটবেই কামিনীফুল!


আসলে নিন্দুকেরাও কম না.. জালি ডগার বেত
ঝড়-বৃষ্টিতে কাঁচারাস্তা যেমন করে স্যাঁতসেঁত!
এরচেয়ে বেশিকিছু বলার সাধ্যি আমার কই...ইতিহাস
সাক্ষী দেয় কোনোকিছু চিরকাল স্থায়ী নয়
আজকে যার ভরা যৌবন-- দুদিন বাদে তারও ধরবে
ক্ষয়!!


কেবল থেকে যাবে কলম.. ইতিহাসের পাতা
জীবন উল্টাতে থাকো.. দেখবে এ বড়োজোর একটা
ফেলে দেওয়া খাতা!!