কিছু কিছু কথা অনায়াসেই কাব্য হয়
আবার হাজার কথা বললেও তা কাব্য নয়!
তবুও কথা আর কাব্যে মাতোয়ারা সব
গাছে গাছে ডালে ডালে পাখির কলরব!
অতি কথন বরাবর মিথ্যা ডেকে আনে
স্বল্প কথাও দোলায় দেয় তাপিত প্রাণে!
সবকথা বাসি হয়, তবে কিছু কথা রয়
পচা বাসি ভাগাড়ে যায়, তার খোশবাই নয়!