আজ বাসায় আসবেন মেহমান এক অতিশয়
কিছু একটা যে ঘটতে পারে ছিলাম সংশয়।
সাধারণত আমরা কাঁথা-কম্বলে ছতর ঢাকি
এই শীতে কেবল লেপ কেনাটাই ছিল বাকি!
মোটামুটি চলেই যাচ্ছিল হাড়কাঁপানো শীত
আজ বুঝিবা সবই গেল; বাজছে রণ সঙ্গীত!
বললাম কুসুমেরে, বের করো পুরাতন লেপ
বলল, ওসব ব্যবহার অযোগ্য; ফেলে দেয়া চেপ!
এখনই লেপ বানিয়ে আন শিমুল তুলো দিয়ে
তাড়াতাড়ি চলে এসো সঙ্গে নতুন কাভার নিয়ে!
কবি কাজী আলম আর আমি ঘুরছি পথে পথে
লেপ ওয়ালারা সবাই চলে গেছে চড়ে রথে!
ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বাজে এগারোটা
বাসায় গেলে আমার যে আজ বাজবে বারোটা!